অনলাইন রোজগারের প্রধান বাধা গুলি কি কি ? Main problems of online income

কেন অধিকাংশ মানুষজন কখনো অনলাইন থেকে ইনকাম করতে পারে না দুইটি প্রধান কারণ আপনাদের সাথে শেয়ার করছি । Here I discussed two main problems of online income.

১) ভুল ধারণা ,অনলাইন মানেই দ্রুত রোজগার। 

প্রতিদিন ইন্টারনেটে সবচেয়ে বেশী সার্চ করা হয় “কিভাবে খুব দ্রুত টাকা ইনকাম করা যায়”। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সার্চ করে থাকে সহজে টাকা ইনকাম করার সূত্র জানার জন্য।

কিন্তু চিরন্তন সত্য হচ্ছে অনলাইনে সহজে ইনকাম করার কোন পথ নেই।   

গত ৫ বছর ব্লগিং , ইউটিউব এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে  করে আসছি , কিন্তু সহজে ইনকাম করার কোন ম্যাজিক সূত্র এখনো খুঁজে পেলাম না ।

আপনাদের যদি কারোও জানা থাকে মেইল  করে শেয়ার করতে পারেন ।  

আপনি যদি কিছু টাকা ব্যাংকে ফিক্সড করে রাখেন , সেটি থেকে প্রফিট আসবে একটি নির্দিষ্ট সময় পরে ।

ব্যাংকে রাখলেই টাকা দিগুণ বা তিনগুন হয়ে যাবেনা।   

অনলাইনে ইনকাম করাটা তেমনি প্রথমে আপনাকে ধীরে ধীরে নির্দিষ্ট সময় ব্যয় করে নিজেকে তৈরি করতে হবে।

নিজেকে তৈরি করা বলতে কোন একটি বিষয়ে আপনাকে খুব ভালো করে দক্ষতা অর্জন করতে হবে।  

শিক্ষণীয় বিষয়ঃ  অল্প সময়ে অনলাইন থেকে কোটি কোটি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা বাদ দিয়ে আজকে থেকে, সময় নিয়ে ভালো করে পড়াশুনা করে প্রথমে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন।  

problems of online income
problems of online income

২) কিছু না শিখে রোজগার করতে চাওয়া।

কিছু মানুষ মনে করে তারা সবকিছু জানে । অনলাইন থেকে ইনকাম করার জন্য ছোট ছোট বিষয় থেকে শুরু করে প্রতিটি স্টেপ আপনাকে সঠিক এবং বিস্তারিত ভাবে জানতে হবে।

সঠিকভাবে না জেনে যদি আপনি ১০ বছরও চেষ্টা করেন কোন কাজ হবে না।   

মনে করুন, ৬ মাস রাত দিন পরিশ্রম করে আপনি কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করলেন। এখন মার্কেটপ্লেসে ক্লাইন্টদের সাথে আপনি কাজ করার জন্য চেষ্টা করছেন।

যদি ১ম অথবা ২য় মাস চেষ্টা করে আপনি কাজ না পান কোনভাবেই হাল ছাড়া যাবে না। ধৈর্য ধরে আরও কাজ শিখতে হবে এবং কাজ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।  

অনলাইন থেকে আমার প্রথম ইনকাম হয় ১ বছরেরও বেশী সময় চেষ্টা করার পর। যদি আমি ধৈর্য ধরে চেষ্টা না করতাম কখনো অনলাইনে নিজের একটি অবস্থান তৈরি করা সম্ভব হতো না।  

শিক্ষণীয় বিষয়ঃ ভালো করে কাজ শিখে কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করুন ।তারপর ইনকাম করার চেষ্টা করবেন। কিন্তু ইনকাম হোক বা না হোক শেখাটা কখনো বন্ধ করা যাবে না।  

আপনার যদি অল্প সময়ে ইনকাম করতে চাওয়ার প্রবণতা এবং কষ্ট করে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শেখার মানসিকতা না থাকে , তাহলে প্রথমে অবশ্যই আপনার এই মানসিকতার পরিবর্তন করতে হবে। নিজের চিন্তাভাবনা যদি পরিবর্তন না করেন খুব শিগ্রই আপনি হতাশ হবেন।  

আজ আপনাদের সাথে “main problem of online income” নিয়ে আলোচনা করলাম। আপনাদের এই শেয়ার করা কথাগুলো তে যদি সহমত থাকে তাহলে অবশ্যই জানাবেন।

আর যদি ডিজিটাল মার্কেটিং এর প্রথম ধাপ অর্থাৎ ব্লগিং শিখে আপনিও রোজগারের পথে এগিয়ে যেতে চান , তাহেল আমার ব্লগিং কোর্স জয়েন করতে পারেন।

 জয়েন করার জন্য এখানে ক্লিক করুন।  

আপনার আপনার সাথে যোগাযোগ করে নেবো। এছাড়া ফেসবুক বা মেইল এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 


Deprecated: str_contains(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home3/printil9/falgunighosh.com/wp-includes/comment-template.php on line 2656

Leave a Comment